জনাব, নজরুল ইসলাম চৌধুরী
সভাপতি
বিসমিল্লহির রাহমানির রাহিম ।
বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে যে জাতি যত বেশী এগিয়ে আছে সে জাতি তত বেশী উন্নত। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় যেমন এগিয়ে যাচ্ছে আমাদের সোনার বাংলাদেশ,তেমনি এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আমাদের চাঁনগাজী উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থার সাথে তালমিলিয়ে পরিচালিত হচ্ছে। গতানুগতিক পাঠদানের পাশাপাশি জীবনমূখী শিক্ষা কার্যক্রমকে এই প্রতিষ্ঠান উৎসাহিত করে আসছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা,সাংস্কিতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃংখলা, নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে। আমার বিশ্বাস অতি শীঘ্রই এই প্রতিষ্ঠান এই অঞ্চলের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হবে।
আমাদের এই সাপ্নিক যাত্রায় সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, গুণীজন ও নেতৃবর্গসহ সংশ্লিল্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি।
নজরুল ইসলাম চৌধুরী
সভাপতি
ম্যানেজিং কমিটি,
চাঁনগাজী উচ্চ বিদ্যালয়।
গুথুমা,পরশুরাম,ফেনী।